গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৪র্থ পর্যায়’’শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম জেলার অধীনে প্রকল্প মেয়াদে (৩০ জুন ২০১৭ খ্রি: পর্যমত্ম) প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের জন্য সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। নিন্মলিখিত শর্তাবলী অনুযায়ী চট্টগ্রাম জেলার সংশিস্নষ্ঠ উপজেলার অনুমোদিত শিক্ষাকেন্দ্র/মন্দিরের নিকটবর্তী স্থানে স্থায়ীভাবে বসবাসরত নাগরিকদের নিকট হতে দরখাসত্ম আহবান করা যাচ্ছে।
ক্রমিক নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স | সম্মানী ভাতা | যে এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন |
০১. | শিক্ষক | কমপক্ষে এস.এস.সি(পাশ) | ১৮-৪৫ (৩০/০৪/২০১৫ইংপর্যমত্ম) | =২,৩০০/- (সর্বসাকুল্যে) | চট্টগ্রাম জেলার মহানগর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলা। |
০১. আবেদনকারীকে জনমসুত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২. প্রার্থীকে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী হতে হবে এবং সনাতন ধর্ম বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে।
০৩. আবেদনকারীকে আগামী ৩০/০৪/২০১৫ইং তারিখের মধ্যে- সহকারী পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৪র্থ পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,(ধর্ম বিষয়ক মন্ত্রণালয়),৯৮, আমবাগান(নীচ তলা),ফ্লোরাপাস রোড,চট্টগ্রাম,বরাবর আবেদন পত্র সরাসরি জমা প্রদান করতে হবে।
০৪. নির্ধারিত ফরমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
০৫. শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস.এস. সি পাস।
০৬. ৩০/০৪/২০১৫ইং পর্যমত্ম বয়স-১৮-৪৫ হতে হবে।
০৭. মাসিক সম্মানী=২,৩০০/-(সর্বসাকুল্যে)
০৮. ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
০৯. আগামী ০৩/০৫/২০১৫ খ্রি: রবিবার সকাল ১০:০০ ঘটিকায় মিউনিসিপ্যাল মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়, (নিউমার্কেট সংলগ্ন ) কোতোয়ালী, চট্টগ্রাম এ লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০.পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
১১.অসম্পুর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রামত্ম কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১২. উপযুক্ত শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন/সংযোজনসহ যেকোনআবেদনপত্র গ্রহন/বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৩. বিস্তারিত তথ্য ও আবেদন ফরম প্রাপ্তির স্থানঃ
www.chittagong.gov.bd সহকারী পরিচালকের কার্যালয়,৯৮,আমবাগান,চট্টগ্রাম, সংশিস্নষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সংশিস্নষ্ঠ ইউনিয়ন/ ওর্য়াড তথ্য সেবা কেন্দ্র | ক) সহকারী পরিচালকঃ ০১৭১৬-৩০৬৩৪৫, খ) ফিল্ড সুপারভাইজারঃ ০১৭৯৩-২২৩৯৩৬ গ) ফিল্ড সুপারভাইজারঃ ০১৭২৬-৮৪৩৯১৭
|
১৪.পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অধীনে পরিচালিত মহানগর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া,
পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলার ১৮টি শিক্ষাকেন্দ্রে শূণ্যপদের তালিকাঃ
ক্রমিক নং | কেন্দ্র কোড | উপজেলা | ইউনিয়নের নাম | শিক্ষাকেন্দ্রের নাম | মন্তব্য |
০১. | ১৫১১৯৯ | ফটিকছড়ি | ১১নং সুয়াবিল | শ্রী শ্রী দুর্গা মন্দির, উদালিয়া চা বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০২. | ১৫১২৪১ | মহানগর | ১১নং বৈরাগ | শ্রী শ্রী দুর্গা মন্দির, গ্রামঃ উত্তর বন্দর, পোঃ মহালখান বাজার, থানাঃ কর্ণফুলী, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৩. | ১৫১২৪৬ | মহানগর | ৩৪ নং ওর্য়াড | আদি গঙ্গাবাড়ী পূজা উদ্যাপন পরিষদ গঙ্গাবাড়ী, পাথরঘাটা, কোতোয়ালী , চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৪. | ১৫১২৬৭ | মহানগর | ৫ নং ওয়ার্ড | শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, দক্ষিন মোহরা, কৈবর্ত্য পাড়া, কালুরঘাট, চান্দগাঁও, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৫. | ১৫১২৭০ | মহানগর | ১৪ নং ওয়ার্ড | শ্রী শ্রী শিব মন্দির, মতিঝর্ণা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৬. | ১৫১২৭২ | মহানগর | ৯ নং ওর্য়াড | শ্রীশ্রী করুনাময়ী কালীবাড়ী শহীদলেইন, পাহাড়তলী, খুলশী, চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৭. | ১৫১২৮৬ | মহানগর | ১১নংওয়ার্ড | শ্রী শ্রী সার্বজনীন শ্যামা কালী মন্দির, দক্ষিন কাট্টলী , ১১নংওয়ার্ড, শীলপাড়া, বিটাক, সাগরিকা, পাহাড়তলী, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৮. | ১৫১২৯০ | হাটহাজারী | ১২নং চিকনদন্ডী | শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
০৯. | ১৫১৩১৯ | রাউজান | ৮নং ওর্য়াড, রাউজান পৌরসভা | রাউজান র্সাবজনীন রাস বিহারী ধাম, রাউজান পৌরসভা, রাউজান, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১০. | ১৫১৩৩৬ | রাঙ্গুনীয়া | ১নং রাজানগর | ঠান্ডাছড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, ১নং রাজানগর ইউনিয়ন, রানীরহাট, ঠান্ডাছড়ি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১১. | ১৫১৩৯৮ | পটিয়া | ৭নং জিরি | শ্রী শ্রী ক্ষেত্রপাল বাড়ী, মহিরা,পটিয়া, চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১২. | ১৫১৪০৯ | আনোয়ারা | ৬নং বারখাইন | শ্রী শ্রী লোকনাথ ধাম ও গীতাশিক্ষা কেন্দ্র, হাজীগাঁও, পঃশোলকাটা, বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১৩. | ১৫১৪৫৪ | সাতকানিয়া | বাজালিয়া | শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির, গ্রাম ও ডাকঃ বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
| শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১৪. | ১৫১৪৯৩ | বাঁশখালী | ১১নং পুইছড়ি | শ্রী শ্রী কালী মন্দির, গ্রামঃ শেখেরখীল ডাকঃ নাপোড়া, উপঃ বাঁশখালী চট্টগ্রাম। | শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১৫. | ১৫১৫১০ | সাতকানিয়া | ৩নং নলুয়া | শ্রী শ্রী রক্ষা কালী মন্দির নলুয়া, সাতকানিয়া, চট্রগ্রাম। | নতুন অনুমোদিত শিক্ষাকেন্দ্রে সৃষ্টপদে শিক্ষক নিয়োগ |
১৬. | ১৫১৫১১ | বাঁশখালী | ১০নং চাম্বল | শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির নাথপাড়া, দক্ষিণ চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম। | নতুন অনুমোদিত শিক্ষাকেন্দ্রে সৃষ্টপদে শিক্ষক নিয়োগ |
১৭. | ১৫১৫১৫ | মহানগর | ছলিমপুর | শ্রীমৎ স্বামী সদানন্দ গোস্বামী সমাধি মন্দির, উত্তর কাট্টলী, পো: জাফরাবাদ, লতিফ পুর থানা: আকবরশাহ, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
১৮. | ১৫১৫২৫ | বাঁশখালী | ১১নং সাধনপুর | দক্ষিণ সাধনপুর সার্বজনীন মাতৃ মন্দির, সাধনপুর, বাঁশখালী, চট্টগ্রাম। | পরিবর্তিত কেন্দ্রে শূন্যপদে শিক্ষক নিয়োগ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস